আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন । এর আগে আপনাদের সাথে ব্লগিং স্কুল এর তিনটি পোস্ট করেছিলাম। আজকে সেই ধারাবাহিকতায় blogging স্কুলের চতুর্থ পর্ব । আজকের পর্বে থাকছে কিভাবে blogger theme চেঞ্জ করবেন এবং ব্লগ থেকে ইনকাম এর উপায়। চলুন তাহলে শুরি করি :
প্রথমে আপনি ব্লগার ডট কম এ যান।
এবার নিচের দিকে দেখুন। সেখান থেকে থিম / টেম্পলেট এ ক্লিক করুন।
সেখানে ক্লিক করলে নিচের মত দেখতে পাবেন।
চলুন জানি উপরের চিএ থেকে কি বুঝি??
উপরের ছবিটা দেখলে দেখবেন নিচের
দিকে অনেল গুলো থিম আছে।
আপনি চাইলে সেখান থেকে যে কোন থিম
ব্যাবহার করতে পারেন। সচরাচর
যারা আয় এর বদল শুধু মাএ ব্লগিং এর
খুঁটিনাটি জানার জন্য ব্লগ খুলে তারা
এই থিম গুলো ব্যাবহার করে। তবে হ্যা
সবাই না। আজকে আপনি পারবেন।
আপনার ব্লগে একটি কাস্টম থিম ব্যাবহার করতে।
কাস্টম ভালো থিম কোথায় পাবেন।
এখানে কথা হল আপনি মূলত ফ্রিতে
আপনার মন মত থিম পাবেন না। সেজন্য
আপনাকে পেইড থিম ব্যাবহার করতে হবে। আপনি চাইলে গুগলে সার্চ
করে দেখুন। আপনি অনেক থিম পাবেন। কিন্তু পছন্দ হবে না। তো যাই হোক
থিমের ব্যাপারে জানলেন। এখন জানুন কিভাবে কাস্টম থিম ব্লগে আপলোড
করবেন। এর জন্য প্রথমে আপনাকে আপনার থিমটি ডাওনলোড করতে হবে।
আপনি চাইলেও wordpress এর মত জিপ থিম আপলোড করতে পারবেন না।
ব্লগার এ থিম আপলোড করার জন্য থিমটি আনজিপ করুন। বেশ কয়েকটি ফাইল পাবেন। তার মাঝে একটি ফাইল পাবেন . xml আকারে।
আপনাকে এই ফাইল টি ব্লগারে আপলোড করতে হবে।
কিভাবে করবেন?????
1→ব্লগার→থিম/টেম্পলেট→ব্যাকআপ এবং রেস্টর যান।
না বুঝলে উপরের ছবি দেখুন বা কমেন্ট করুন। এবার আপনার থিম. xml ফাইল আপলোড করুন।
এখন সাবমিট দিন। ব্যাস কাজ শেষ।
কিভাবে ব্লগ হতে আয় করবেন?
আপনি চাইলে কপি পেস্ট মুক্ত ব্লগ বানিয়ে গুগল এডসেন্স থেকে আয় করতে পারেন।
অথবা কোন কোম্পানি এর এড দেখিয়ে আয় করতে পারেন।
এছাড়াও আপনি বাংলাদেশি এড নেটওয়ার্ক এর এড বসিয়ে আয় করতে পারবেন।
আরো কিছু জানতে চাইলে কমেন্ট করুন।
এর পরের পর্বে থাকছে Voice71.cf এর থিম,ব্লগে ক্যাটাগরি যুক্ত করে পোস্ট,এবং ব্লগে এড বসানোর নিয়ম।
ভাই আমি তো blog site খুলেছি। কিন্তু আপনার মত voice 71 site খুলবো কেমনে plz me
ReplyDelete